All Menu

নোয়াখালীতে বসতঘরে অগ্নিকান্ডে শিশু দগ্ধ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সেনবাগে অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বসতঘরে থাকা শাহাদাত হোসেন (১০) নামের এক শিশু আগুনে দগ্ধ হয়েছে। পরে তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) ভোরে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর রাজারামপুর গ্রামের জাইল্লা বাড়ি ওরফে আবদুল ওহাব মাস্টার পুরান বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আজাদ নামে এক ফল ব্যবসায়ীকে ওই বাড়িতে থাকতে দেয় বাড়ির মালিক আব্দুল ওয়াব মাস্টার। সোমবার ভোরে তিনি প্রতিবেশী জাকেরের ছেলে শাহাদাতকে ঘরে রেখে তার ছেলে কে নিয়ে বাজারে ফল ক্রয় করতে যান। এরপর প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন বসতঘর আগুন লাগার খবর। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা শিশুও আগুনে দগ্ধ হয়। অগ্নিকান্ডে ভুক্তভোগীর প্রায় ২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, এই বিষয়টি তিনি জানেন না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top