All Menu

নওগাঁর পত্নীতলায় স্থানীয় প্রশাসনের সাথে পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময়

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে সমিতির আওতাভুক্ত এলাকায় খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন, আসন্ন সেচ মৌসুমে নতুন সংযোগ, পুনঃ সংযোগ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুমানা আফরোজের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। শুভে”া বক্তব্য রাখেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নির্বাহী প্রকৌশলী (জিএম) সন্তোষ কুমার সাহা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফতাব উদ্দীন, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমান সহ নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ। খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আসন্ন সেচ মৌসুমে নতুন সংযোগ, পুনঃ সংযোগ, নিরবচ্ছিন্ন নিরাপদ বিদ্যুৎ ব্যবহার, ট্রান্সফরমার সহ বৈদ্যুতিক সরঞ্জামাদি চুরি রোধ, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ, ওভার লোডে বিদ্যুৎ ব্যবহার না করা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top