আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে সভায় জেলায় কর্মরত বিভিন্ন এনজিও‘র প্রতিনিধিগণ তাদের অতীত কর্ম-পরিধি নিয়ে বক্তব্য রাখেন। সভায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের পরিদর্শক আব্দুল কুদ্দুসসহ ব্র্যাক, কারিতাস, টিএমএসএস, এসকেএফ, মেরী স্টোপস, ডাস্কো, বাইসসহ বিভিন্ন এনজিও‘র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।