All Menu

মৌলভীবাজারে এডভোকেসি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কনর্সোটিয়াম এর এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ডিসেম্বর) সকালে ইপিআই ভবনে মৌলভীবাজার সিভিল সার্জন এর পক্ষে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্নালী দাশ এর সভাপতিত্বে ও বাধন হিজড়া সংঘ, প্রোজেক্ট কোঅরডিনেটর, এফ আর প্রোজেক্ট, বন্ধু কনসোর্টিয়াম মোঃ সাইফুল হাসান’র সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন কার্যালয় এর মেডিকেল অফিসার ডাঃ টমাস দে টিটু। স্বাগত বক্তব্য রাখেন, সদর সাব ডিআইসি ইনচার্জ মোঃ আল আমিন ভূঁইয়া। বক্তব্য রাখেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন দেবনাথ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ, সাংবাদিক চিনু রঞ্জন দাশ তালুকদার, এনজিও প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, ইমাম, সিভিল সোসাইটির ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিনিধিসহ গণ্যমান্য লোকজন। মতবিনিময় সভায় আগত অতিথিবৃন্দসহ বক্তারা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কনর্সোটিয়াম এবং বাধন হিজড়া সংঘকে ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top