All Menu

মেধাবী ছাত্র ও মানবাধিকার কর্মী সিফন এর যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখা‘র উদ্যোগে মেধাবী ছাত্র ও মানবাধিকার কর্মী মোঃ সিফন মিয়া এর উচ্চ শিক্ষার্থে যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনা ও স্মৃতি স্বারক প্রদান করা হয়েছে। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোতাহের হোসেন ভুঁইয়া এর সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখা‘র কার্যনির্বাহী সদস্য সাংবাদিক চিনু রঞ্জন দাশ তালুকদার এর সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা ও স্মৃতি স্বারক প্রদান অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন-মেধাবী ছাত্র ও মানবাধিকার কর্মী মোঃ সিফন মিয়া। অথিডু হিসাবে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি, সিলেট বিভাগীয় পরিচালক মোঃ জোসেফ আলী চৌধুরী, দীপ্ত নিউজ সম্পাদক সিনিয়র সাংবাদিক দুরুদ আহমদ, এ.বি.এল এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বাংলাদেশ সভাপতি তাওহিদ ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আঃ সামাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তৃণমূল নারী উদ্যোক্তা, (গ্রাসরুটস) সভাপতি শ্যামলী সুত্রধর, আবু মোঃ মির্জা জামান, এনআর মিডিয়া সম্পাদক ও প্রকাশক নাসরিন আক্তার প্রিয়া, আলোকিত সকাল পত্রিকার স্টাফ রির্পোটার শাহ মোঃ ফজলুর রহমান, সাংবাদিক রিপন আহমদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখা‘র অর্থ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, কার্যনির্বাহী সদস্য মাওঃ শরীফ আহমদ, মোঃ আব্দুর রহমান, বিজয় সাহা, রাজন দেবসহ জেলা শাখা ও অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ। বক্তারা বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং মেধাবী ছাত্র ও মানবাধিকার কর্মী মোঃ সিফন মিয়া এর উচ্চ শিক্ষার্থে যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনা শেষে স্মৃতি স্বারক প্রদান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top