All Menu

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর দাফন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী(৬৭) মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বাঙ্গাবাড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার(২৪ডিসেম্বর) সকাল ১০টায় বাঙ্গাবাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর তাঁর জানাজা’র নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দাড়িপাতা গ্রামে পারিবারিক গোরস্থানে মরহুমকে দাফন করা হয়। জানাজা নামাজে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, মোজম্মেল হক, আব্দুল মান্নানসহ মুক্তিযোদ্ধাগণ, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহবুবুর রহমান, ব্ঙ্গাাবাড়ী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আজাহার আলী মন্ডল সহ গণ্যমান্য ব্যাপ্তিবর্গ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top