All Menu

মহান বিজয় দিবস উপলক্ষে তথ্য অফিসের সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভা

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভা হয়েছে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার সকালে নয়াগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগীত পরিবেশন করা হয়। সংগীত পরিবেশন করে, জেলা তথ্য অফিসের সংগীত দলের সাইদুল ইসলাম তাজ, ক্ষুদে শিল্পী আনিসা ও সুস্মিতা আচার্য। তবলায় ছিলেন-রনজিত কুমার নন্দী, বাঁশিতে সাইফুল ইসলাম অনু ও ফাইজার রহমান মানি। জেলা তথ্য অফিসার মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, নয়াগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা সুলতানা, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ফেরদৌসী খাতুনসহ অন্যরা। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী তথ্য অফিসার আব্দুল আহাদ। জেলা তথ্য অফিসের সাইন অপারেটর রাসেদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাদার লিটন কস্তা। সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভায় নয়াগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য মহিলা-গন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top