All Menu

চাঁপাইনবাবগঞ্জে তথ্যমেলার উদ্বোধন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকেলে কালেক্টরেট চত্বরের বঙ্গবন্ধু মঞ্চের সামনে তথ্যমেলার উদ্বোধন করা হয়। একগুচ্ছ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। তথ্যমেলা উদ্বোধনের পর বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা হয়। সচেতন নাগরিক কমিটি, জেলা শাখার সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এমকেএম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মতিন। গোলাম ফারুক মিথুন ও আবির হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা এলজিইডি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাংসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন, সনাকের সদস্যগণ, এনজিও’র প্রতিনিধিগণ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, সনাক জেলা শাখার সদস্য (সাবেক সভাপতি) এ্যাড.সাইফুল রেজা। আলোচনা সভা শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ। তথ্যমেলার ৬৪টি স্টলে, জেলা প্রশাসনসহ জেলার সরকারি দপ্তর এবং জেলার বিভিন্ন এনজিও অংগ্রহন করে। ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ শ্লোগানে এবং ‘তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ প্রতিপাদ্যে দুইদিনব্যাপী তথ্যমেলার আয়োজন করে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি, জেলা শাখা। উল্লেখ্য, দুইদিনব্যাপী তথ্যমেলা ২১ ডিসেম্বর বুধবার শেষ হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top