মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মৌলভীবাজারে র্যালি ও আলোচনা সভা করা হয়। “থাকবো ভালো, রাখবো ভালো দেশ বৈধ-পথে প্রবাসী আয় গড়বো দেশ” এ প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় আলোচনা সভা এবং প্রবাসীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোশারফ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আকতার, মোঃ মোশারফ হোসেন, প্রবাসী রাকিব আহমদ, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রবাসীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলে আনয়ন করে দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগানোর তাগিদ প্রদান করেন। আন্তর্জাতিক অভিবাসী দিবসে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ খেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোশারফ হোসেন জানান, ২০০৫ সাল থেকে ১৪ ডিসেম্বর ২০২২ পর্যন্ত মোট বৈদেশিক কর্মসংস্থান হয়েছে ২,০৫,৬৯১ জন। ২০২১ সালে মোট বৈদেশিক কর্মসংস্থান হয়েছে ১০,৬৮২ জন। ২০২২ সালে ২০,০১৫জন। ২০২২ সালে ২১৪টি মৃত প্রবাসীর পরিবারের মাঝে ৩ লক্ষ টাকা করে মোট ৬,৪২,০০,০০০/টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয়। ১৬টি মৃত প্রবাসীর পরিবারের মাঝে প্রায় ১,২০,০০,০০০/টাকার মৃত্যু জনিত ক্ষতিপূরণ প্রদান করা হয়। ১৬জন প্রবাসী কর্মীকে প্রায় ১২,০০,০০০/টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। ৪২জন প্রবাসী কর্মীও মেধাবী সন্তানদের মাঝে মোট ৯,৬৪,০০০/টাকার শিক্ষা-বৃত্তি প্রদান করা হয়। এবং ১৪জন প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের মাঝে মোট ১,৬৮,০০০/টাকার প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।