All Menu

বিসিএস ইনফরমেশন ক্যাডারের সাবেক কর্মকর্তা শিবপদ মন্ডলের মৃত্যুতে এসোসিয়েশনের শোক

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিসিএস ইনফরমেশন ক্যাডারের সাবেক কর্মকর্তা ও ১৩তম ব্যাচের মেধাবী অফিসার শিবপদ মন্ডল রবিবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি মোঃ জসিম উদ্দিন ও মহাসচিব প্রণব কুমার ভট্টাচার্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমবার এক শোকবার্তায় তারা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রয়াত শিবপদ মন্ডল দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন। একইসাথে তিনি হৃদযন্ত্রের জটিলতায় আক্রান্ত হন। মৃত্যুকালে তিনি চার কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। শিবপদ মন্ডল ১৯৬২ সালের ১২ ডিসেম্বর খুলনার ডুমুরিয়া উপজেলায় ঘুরুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। প্রয়াত শিবপদ মন্ডল ১৯৯৪ সালে বিসিএস ইনফরমেশন সার্ভিসে যোগ দেন। পরবর্তীতে তিনি সরকারের উপ-সচিব হিসেবে একাধিক মন্ত্রণালয়ে দায়িত্বপালন করেন। পৃথক শোকবার্তায় তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া প্রয়াত শিবপদ মন্ডলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top