All Menu

বিরামপুরে বিওয়াইএফসির নতুন ভবন উদ্বোধন

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় কর্মরত পৌর শহরে বেলডাঙ্গায় বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্স (বিওয়াইএফসি) বেসরকারি সংস্থার আঞ্চলিক কার্যালয়ের নিজস্ব নতুন ভবনের উদ্বোধন হয়েছে। শনিবার দুপুর ১২টায় সংস্থার বোর্ড চেয়ারম্যান জনাব মৃণাল রত্নের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিমল কুমার সরকার বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার, সংস্থার প্রতিষ্ঠাতা ও জাতীয় পরিচালক জনাব পিটার হালদার, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত কুমার, মহিলা কলেজের অধ্যক্ষ শিশিরকুমার, উপাধ্যক্ষ মেজবাউল ইসলাম, বিরামপুর এনজিও ফোরামের সভাপতি জনাব এনামুল হক বিরামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফরিদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সংস্থাটি বিরামপুর উপজেলায় গুণগত মান সম্মত শিক্ষা, সুস্থ সংস্কৃতি ও মাদকমুক্ত সুস্থ জীবন গড়ার লক্ষে অত্র এলাকায় কার্যক্রম পরিচালনা করে আসছে। এতে করে এলাকার মানুষের জীবনমান ও আর্থসামাজিক উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আলোচনা শেষে তাদের নিজস্ব শিল্পীদের দ্বারা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top