হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উৎযাপন করেছে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। দিবসটি পালন উপলক্ষে সূর্যোদয়ের সাথে-সাথে সদর থানা-চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সকাল ৭ টায় শহরের প্রেরণা একাত্তর চত্বরে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক মনিরা বেগম শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিচার বিভাগ, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইদহ প্রেসক্লাবসহ সরকারি দপ্তর, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাড়ে ৮টায় শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসন মনিরা বেগম, পুলিশ সুপার আশিকুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় মহান বিজয় দিবস। মহান বিজয় দিবসে বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা কমিটির সভাপতি সৈয়দ আল ইমরান ও সাধারণ সম্পাদক আ: মান্নান রানার নেতৃত্বে প্রেরণা একাত্তর চত্বরে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।