All Menu

সিলেট বিভাগের শ্রেষ্ঠ স্টোর কিপার মো. মোশাররফ হোসেন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সিলেট বিভাগের “শ্রেষ্ঠ স্টোর কিপার” হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেছেন মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের স্টোর কিপার মো. মোশাররফ হোসেন। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ স্বাস্থ্য পরিবার কর্তৃক আয়োজিত “বাংলাদেশ স্বাস্থ্য পরিবার অ্যাওয়ার্ড-২০২২”এর সিলেট কার্যালয়ের কনফারেন্স রুমে স্বাস্থ্য পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদেরকে সম্মাননা পুরস্কার হিসেবে ক্রেস্ট, মেডেল ও উত্তরীয় প্রদান করা হয়। এবার সিলেট বিভাগের ‘শ্রেষ্ঠ স্টোর কিপার’ হিসেবে নির্বাচিত হন তিনি। মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল তথা পুরো সিলেট বিভাগের মধ্যে স্টোর কিপার ক্যাটাগরিতে এই সম্মাননা অর্জনে তার কলিগসহ বন্ধু-বান্ধব শুভানুধ্যায়ীরা ভীষণভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিভাগীয় অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম, সিলেট জেলার সিভিল সার্জন ডা. এস. এম. শাহরিয়ার, বাংলাদেশ স্বাস্থ্য পরিবার, বাংলাদেশ-এর আহ্বায়ক, বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা এম. গৌছ আহমদ চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top