All Menu

জাতীয় স্মৃতিসৌধে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধার্ঘ্য অর্পণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শুক্রবার ১৬ ডিসেম্বর ২০২২ শুক্রবার মহান বিজয় দিবস-এর ৫১ বছর। ৩০ লক্ষ শহীদের আত্মদান ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালে বাঙ্গালি জাতি অর্জন করেছিলো এই দিবসটি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সকাল সাড়ে ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড কামরূল আহসান, কেন্দ্রীয় সদস্য কমরেড দীপংকর সাহা দীপু, কমরেড আবুল হোসাইন, কমরেড কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড কিশোর রায়, ঢাকা মহানগর সদস্য কমরেড তৌহিদুর রহমান, কমরেড কাজী আনোয়ারুল ইসলাম টিপু, কমরেড রফিকুল ইসলাম সুজন, কমরেড আবদুল আহাদ মিনার, কমরেড তাপস কুমার রায়, কমরেড অতুলন দাস আলো, কমরেড ওমর ফারুক সুমন, কমরেড বজলুর রহমান, শ্রমিক নেতা আনোয়ার হোসেন, যুব-নেতা কায়সার আলম, ইয়াদুল ইসলাম, মীর ফিরোজ আলম, সোহেল মাহমুদ, বাচ্চু মিয়া প্রমুখ নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে মুষ্টিবদ্ধ হাত তুলে শহীদদের প্রতি লাল সালাম জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top