All Menu

চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন, মানববন্ধন ও আলোচনা সভা হয়। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন, মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোহম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, সিভিল সার্জন এসএম মাহমুদুর রশিদ, দুর্নীতি দমন কমিশন, রাজশাহী বিভাগের সহকারী পরিচালক ফকরুল আবেদীন হিমেল, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মসূচী ব্যবস্থাপক আব্দুস সালামসহ অন্যরা। কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান বাবু। ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ প্রতিপাদ্যে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন, মানববন্ধন ও আলোচনা সভায় জেলার সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং এনজিও’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top