All Menu

চৌমুহনীতে দোকান দখল ও মালামাল লুটের পাল্টাপাল্টি অভিযোগ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর চৌমুহনীতে দুইটি ইলেকট্রিক ও লাইটিং দোকানের মালিকানা বিরোধের জেরে অস্ত্রধারী সন্ত্রাসীরা দোকানের সিসি ক্যামেরায় বিশেষ স্প্রে ব্যবহার করে তালা ভাংচুর ও মালামাল লুটপাট করে। এ ঘটনায় শনিবার বিকেলে একে অপরকে দায়ী করে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন করেছে। প্রথমে চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মেহের উল্যাহ জানান, শুক্রবার রাত চার দিকে ৪০ থেকে ৫০ জন মুখোশপড়া অস্ত্রধারী দুর্বৃত্তরা তার মালিকানাধীন আমিন ও ক্যারিয়ার ইলেকট্রিক দোকানের তালা ভেঙ্গে প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় । এসময় তারা সিসি ক্যামেরায় বিশেষ ক্যামিকেলের স্প্রে করে নষ্ট করে দেয় এবং তালা ঝুলিয়ে দেয়। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং লুট করে নিয়ে যাওয়ার সময় কিছু মাল উদ্ধার করে। অপরদিকে প্রতিপক্ষ ইমতিয়াজ আলম সোহান ও লুৎফর নাহার পাল্টা সংবাদ সম্মেলন করে অভিযোগ করে বলেন, চৌমুহনী ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মেহের উল্যাসহ তার লোকজন তাদের ওয়ারিশ-কৃত সম্পত্তি ও দোকানের সাইনবোর্ড পাল্টিয়ে তালা ভেঙ্গে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা মালামাল লুট করে। এ ঘটনায় উভয় পক্ষেই প্রশাসনের নিকট ন্যায় বিচার চেয়েছেন। বেগমগঞ্জ মডেল ওসি মীর জাহেদুল হক রনি জানান, থানায় দুই পক্ষেই অভিযোগ করেছে। উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে। প্রকৃত অপরাধী সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top