নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে এ. বি. এল. এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে মরহুম আব্দুল রশিদ বাবু এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে গরীব ও অসহায় লোকজনদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সকালে সিংকাপন মুনরাইজ কিন্ডার গার্ডেন স্কুলে এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার তাওহিদ ইসলাম এর সভাপতিত্বে ও এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন অন্যতম সদস্য আব্দুল মুমিন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৬নং একাটুনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৬নং একাটুনা ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনসার আহমদ, সিংকাপন মুনরাইজ কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক আজিজুল চৌধুরী রাজু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, সামাজিক সংগঠন ব্যক্তিত্ব নানু মিয়া, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন দাস তালুকদার, সুফিয়ান মিয়াসহ গণ্যমান্য লোকজন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।