All Menu

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে বধির যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে জগেন দেব (২৩) নামে এক বধির যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার মাদারগঞ্জ কাকডোপ নামক এলাকায় ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। নিহত যুবক জগেন দেব সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়নপুর গ্রামের দুলাল দেব এর ছেলে। সে পেশায় একজন কৃষি শ্রমিক ও জন্মগত-ভাবে বধির। ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মো: সোহাগ হোসেন ও দিনাজপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক মোসাব্বির আহম্মেদ। স্থানীয়দের বরাতে তারা জানান, সকাল নয়টার দিকে জগেন সকালের নাস্তা সেরে পার্শ্ববর্তী রেললাইনের উপর বসে রোদ পোহাচ্ছিল, এসময় ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসটি তার উপর দিয়ে চলে যায়। পরে স্থানীয় গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। দিনাজপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক মোসাব্বির আহাম্মেদ জানান, খবর পেয়ে তারা দুপুর দেড়টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে কারও অভিযোগ না থাকায় পরিবারের হাতে লাশ হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top