All Menu

ঝিনাইদহে দুদকের অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সোমবার ঝিনাইদহে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহে দুর্নীতিবিরোধী নানা কার্যক্রমের মাধ্যমে দিনটিকে স্মরণ করা হয়। এসকল কার্যক্রমের মধ্যে ছিল দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তা-কর্মচারীদের শপথ-বাক্য পাঠ, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবর্গের সাথে আলোচনা সভাসহ অন্যান্য কার্যক্রম। দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ জাহিদ কালাম অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের শপথ বাক্য পাঠ করান। দুর্নীতিবিরোধী আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ এবং উক্ত কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। আলোচনা সভায় ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ দুদক-র করনীয় বিষয়ে তাঁদের মূল্যায়ন, গুরুত্ব এবং দুদকের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top