All Menu

ঝিনাইদহের হরিণাকুন্ডতে শীতার্তদের মাঝে ৩ হাজার শীতবস্ত্র বিতরণ

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহে হরিণাকুন্ডুতে অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে ৩ হাজার শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে। সোমবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ও ভায়না ইউনিয়নের বিভিন্ন স্থানে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকির নিজস্ব অর্থায়নে এ শীত উপহার বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ওসি সাইফুল ইসলাম, এমপির একান্তসচিব রওশন আলী, চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন, ভায়না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হুদা তুষার, জোড়াদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু। এদিকে সকাল থেকে কম্বল নিতে ভীড় করেন আশপাশের বিভিন্ন এলাকার হতদরিদ্র শীতার্ত মানুষেরা। পরে তারা কম্বল নিয়ে খুশী মনে বাড়ী ফেরেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top