নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাত্রদলের কর্মীসভা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় ১ টি ককটেল বিস্ফোরণ ও পুলিশের বাধায় সভাটি পণ্ড হয়ে যায়। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছে এবং ৫ টি অবিস্ফোরিত ককটেল জব্দ করেছে পুলিশ। রবিবার(২০ নভেম্বর) বিকেলে উপজেলার শ্রীরামপুর এলাকার নাচোল অক্সফোর্ড একাডেমি চত্বরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সিপাহী আলমগীর হোসেন ও পলাশ। নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, রবিবার বিকেলে পুলিশের কোন অনুমতি ছাড়াই ছাত্রদল শ্রীরামপুর মাঠে কর্মী সভার আয়োজন করছিল।এ সময় পুলিশ ঘটনাস্থলে যাওয়া মাত্রই পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল চালালে পুলিশ লাঠিচার্জ করে।এ সময় ৫ টি মজুদ-কৃত অবিস্ফোরিত ককটেল জব্দ করে পুলিশ।তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ওসি আরও জানান, ছাত্রদলের নেতাকর্মীদের ককটেল হামলার ২ পুলিশ আহত হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে নাচোল উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব আবু তাহের খোকন পুলিশের অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ বিনা উস্কানিতে ছাত্রদলের নেতাকর্মীরা জমায়েত হবার আগেই ধাওয়া করে সভাপন্ড করে দিয়েছে। আর ককটেল উদ্ধার বা বিস্ফোরণের ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান ইমতিয়াজ জানান,রাজশাহী সমাবেশ সফল করার লক্ষ্যে আজ ছাত্রদলের কর্মীরা প্রস্তটি সভা করছিল। সমাবেশ শুরুর আগেই ছাত্রদল কর্মীরা ঘটনাস্থল হতে চলে যায়। কিন্তু ততোক্ষণে বিএনপির অপর পক্ষের লোকজন আমাদের ফাঁসানোর জন্য হয়তো ককটেল বিস্ফারিত করতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।