All Menu

গফরগাঁওয়ে পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামিম (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সাজ্জাদ (১৯) নামের এক কিশোর আহত হয়েছেন।
শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় গফরগাঁও পৌর শহরের ষোলহাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামিম ওই এলাকার হামিদুল ইসলামের ছেলে এবং আহত সাজ্জাত একই এলাকার শামছুল হকের ছেলে। স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় পৌর শহরের চাঁন মসজিদের পাশে বিদ্যুতের খুঁটিতে আর্জেন্টিনা দলের সমর্থক শামিম ও সাজ্জাত পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎ-পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শামিমের মৃত্যু হয়। আহত সাজ্জাদকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৌর কাউন্সিলর আমান উল্লাহ আমান এ ঘটনা নিশ্চিত করে বলেন, আর্জেন্টিনার সমর্থক শামিম ও সাজ্জাত বিদ্যুতের খুঁটিতে পতাকা টাঙাতে গিয়ে অসাবধানতা-বশত বিদ্যুতের তারে জড়িয়ে গেলে দু’জনেই ছিটকে মাটিতে পড়ে যায় এবং এ দুর্ঘটনা ঘটে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক আহমেদ বলেন, ‘পরিবারের দাবি অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top