আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: “দুর্ঘটনা, দুর্যোগ-হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ (১৫-১৭ নভেম্বর) এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের আয়োজনে ও ষ্টেশন কর্মকর্তা রায়হান ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: রুমানা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, নজিপুর পৌর কাউন্সিলার আব্দুল মজিদসহ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।