All Menu

ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর চাটখিলে পূর্ব শত্রুতার জেরে নুরুল আলমের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে চাটখিল বাজারের প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় জানানো হয়, পূর্ব শত্রুতার জেরে এলাকার আবুল কালাম খোকনের নেতৃত্বে এক দল সন্ত্রাসী নুরুল আলমের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেয়। এতে পুরো ব্যবসা প্রতিষ্ঠান পুরো পুড়ে প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতি হয়। এ বিষয়ে চাটখিল থানায় অভিযোগ করা হলেও পুলিশ ঘটনার সাথে জড়িতদের এখনো গ্রেফতার করেনি। থানায় অভিযোগ করায় সন্ত্রাসীরা উল্টো ব্যবসায়ী নুরুল আলম তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করা হয়। এ ব্যাপারে চাটখিল থানার পরিদর্শক তদন্ত হুমায়ুন কবির জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top