নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল রানা (২৪) ও সাপের কামড়ে কারিমুল ইসলাম (১৬) নামে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে জেলার আলমডাঙ্গা উপজেলার ছোট গাংনী গ্রামের রহমান আলীর ছেলে জুয়েল রানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এর আগে বিকাল ৫ টার দিকে সে তার বাড়ীর সামনে পানের বরজে সেচ দিতে যায়। এ সময় মটরের বৈদ্যুতিক তারে শক খেয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। বাড়ীর লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাদিয়া মা আরিস পরীক্ষা নিরীক্ষা তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে, দামুড়হুদা উপজেলার দর্শনা কামার পাড়ার তরিকুল ইসলামের ছেলে কারিমুল ইসলামের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাদিয়া মা আরিস পরীক্ষা-নিরীক্ষা তাকে মৃত ঘোষণা করেন। সূত্রে জানা গেছে, সোমবার মধ্যরাতে নিজ বাড়ি শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় কারিমুলের পায়ে সাপে কামড় দেয়। ঘটনাটি পরিবারকে জানালে স্থানীয় সাপুড়ে দিয়ে বিষ নামিয়ে তাকে নিজ বাড়িতে রাখে। বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।