All Menu

নোয়াখালীতে জাতীয় সমবায় দিবস পালিত

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানে নোয়াখালীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসন, জেলা সমবায় অফিস ও সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে নানা কর্মসূচীর আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন শেষে সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমীন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোত্তাহিম বিল্লাহ ও জেলা সমবায় অফিসার ইমরান হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা সমবায় অফিস ও বিভিন্ন সমবায়ী প্রতিষ্ঠানের অফিসার, কর্মীসহ অন্যান্যর উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top