All Menu

নোয়াখালীর সেনবাগে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূর নাম কোহিনুর আক্তার (৩০) উপজেলার ৩নং ডুমুরুয়া ইউনিয়নের তনু মিয়ার বাড়ির মো.মহিন উদ্দিনের স্ত্রী। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে নিজ বাড়ির পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয় ওই গৃহবধূর। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তনু মিয়ার বাড়ির গৃহবধূ কোহিনুর আক্তার মঙ্গলবার সকালে তাদের বাড়ির পুকুর ঘাটে মুখ ধোয়ার জন্য গেলে পানিতে ডুবে মারা যায়। পরে বাড়ীর লোকজন পুকুর ঘাটে গেলে তার মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই নারী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top