All Menu

চাটখিলের কুলশ্রীতে নামাজ পড়ে শিশুরা পেলো সাইকেল

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রবাসীদের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় চাটখিলে কুলশ্রী উত্তর পাড়া বাইতুন নূর জামে মসজিদে টানা ৪০ দিন জামায়েতে ৫ ওয়াক্ত নামাজ পড়ে শিশুরা পেলো বাইসাইকেল আর বড়দেরকে দেয়া হয়েছে মোবাইল ফোন। শনিবার বিকেলে এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি মাষ্টার আনোয়ার হোসেন খোকন, সেক্রেটারি ইমান হোসেন, নূর নবী ড্রাইভার রফিক ডাঃ প্রমুখ।আয়োজক প্রবাসীরা জানান, তাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো মসজিদে সবাই এসে ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top