ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রাম পুলিশের চাকরী জাতীয় করণের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচীর ও মানববন্ধন পালন করেছে গ্রাম পুলিশের সদস্যরা। একই সাথে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তারা এই স্মারকলিপি প্রদান করেন। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধব কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ পরে ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রাম পুলিশদের চাকরী জাতীয় করণের দাবিত একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় বক্তারা বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সাথে বর্তমানে যে হারে বেতন দেয়া হয় গ্রাম পুলিশদের এতে জীবন জীবিকা নির্বাহ করা খুবই কষ্টকর। তাই গ্রাম পুলিশদের চাকুরী জাতীয় করণের দাবি জানান বক্তারা। দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ নিবেন বলে হুঁশিয়ারি দেন তারা। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন পঞ্চগড় জেলা শাখার সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বুধারু চন্দ্র বর্মন সহ জেলা উপজেলা থেকে গ্রাম পুলিশের সদস্যরা। মানববন্ধন শেষে পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারক লিপি প্রদান করে তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।