All Menu

বন্ধ চিনিকল চালুর দাবীতে পঞ্চগড়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাষ্ট্র ঘোষিত সকল বন্ধ চিনিকল চালুর দাবিতে পঞ্চগড়ে এক মতবিনিময় সভা করেছে চিনিকল শ্রমিক ও আখচাষীরা। এ সময় মতবিনিময় সভায় পাঁচ দফা দাবী তোলা হয়। রবিবার (৩০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় চিনিকল মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জেলা আখচাষী ও চিনিকল শ্রমিক সংগ্রাম কমিটির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শ্রমিক নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আখচাষী ও চিনিকল শ্রমিক সংগ্রাম কমিটির সভাপতি জহিরুল ইসলাম, কমিটির কেন্দ্রীয় নেতা মাসুদ রেজা, রাজু আহমেদ বক্তব্য দেন। সভাটি সঞ্চালনা করেন শ্রমিক নেতা মাহবুব রহমান মিজান প্রমুখ। এসময় বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত সকল বন্ধ ঘোষিত চিনিকল অবিলম্বে চালুর দাবীর পাশাপাশি শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ, অস্থায়ীদের স্থায়ী, আখের মন দুই’শ টাকা করাসহ পাঁচ-দফা দাবী তুলেন শ্রমিক ও আখচাষীরা। অন্যথায় কেন্দ্রীয়-ভাবে গোলটেবিল আলোচনা, চিনিকল এলাকায় সভা সমাবেশ, সংগ্রাম কমিটি গঠন এবং খাদ্য শিল্প কর্পোরেশন ভবন ঘেরাও কর্মসূচী পালন করা হবে বলেও বক্তারা জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top