ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালী ডায়াবেটিক সমিতির সহ সভাপতি ও দাতা সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সিরাজুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বাদ জোহর নোয়াখালী ডায়াবেটিক সমিতি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সমিতির কার্যনির্বাহী সদস্য কাজী মো. রফিক উল্যাহর সভাপতিত্বে মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন, বিশিষ্ট আইনজীবী কাজী মানছুরুল হক খসরু, সমিতির সাধারণ সম্পাদক এটিএম ফিরোজ আলম আজাদ, মরহুমের সহধর্মিণী আক্তার আরা বেগম প্রমুখ। বক্তাগণ বলেন, একজন মানুষ হিসেবে তিনি অনন্য। দাতা হিসেবে তিনি বিরল। ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠায় তিনি অর্থ, সম্পদ ও শ্রম দিয়ে অসামান্য অবদান রেখেছেন। এছাড়াও তিনি জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে তিনি আমৃত্যু সহযোগিতার হাত বাড়িয়েছেন। মানুষের জন্য তিনি এত দান সদকা করেছেন তার বিনিময়ে মহান আল্লাহ-পাক তাঁকে জান্নাত দান করুন। আলোচনা শেষে দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।