ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমের প্রস্তাবে সায় না দেয়ায় পরীক্ষা দিতে কলেজে যাবার পথে বখাটের ছুরিকাঘাতে একাদশ শ্রেণির এক ছাত্রী (১৭) গুরুতর আহত হয়েছে। পরে আহত কলেজ ছাত্রীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে গফরগাঁও মহিলা কলেজ রোডের শিলাসী মীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রীর পরিবারের অভিযোগ, উপজেলার উথুরী গ্রামের কবীর মিয়ার বখাটে ছেলে জাহিদ (১৯) এই হামলা করেছে। আহত ছাত্রীর বাবা দাবি করেন, গফরগাঁও মহিলা কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশে বাড়ি থেকে কলেজে যাওয়ার সময় শিলাসী মহিলা কলেজ রোড এলাকায় আগে থেকেই ওত পেতে থাকা বখাটে জাহিদ ও তার বন্ধুরা রিকশার (আমার মেয়ের) গতিরোধ করে। এসময় রিকশা থেকে জোরপূর্বক নামিয়ে জাহিদ তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে বাম গালে তিনটি আঘাত করে। এ ঘটনা দেখতে পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ( আমার মেয়েকে) উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে (ওই কলেজ ছাত্রীকে) বেশ কিছুদিন ধরে কলেজে আসা-যাওয়ার পথে নানাভাবে উত্যক্ত করতো বখাটে জাহিদ ও তার বন্ধুরা। বিষয়টি পরিবারকে জানালে কলেজ ছাত্রীর বাবা জাহিদের বাবাকে জানান এবং তার মেয়ে যেন এই অত্যাচার থেকে রক্ষা পায় সে ব্যবস্থা নিতে অনুরোধ করেন। এরপর থেকে জাহিদ প্রতি-হিংসাপরায়ণ হয়ে ওঠে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাইমা আফরিন বলেন, ওই ছাত্রীর বাম গালে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতগুলো বেশ গভীর। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গফরগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, ‘কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ নিতে এসে রাস্তায় বখাটের ছুরিকাঘাতে কলেজের এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। আগামী ৬ নভেম্বর থেকে এই কলেজে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার আগেই এইচএসসি প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করার জন্য ছুটির দিনেও পরীক্ষা নেওয়া হচ্ছিল।’ গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফারুক আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সেইসাথে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের পুলিশি অভিযান চলছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।