All Menu

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: “কমিউনিটি পুলিশি এর মূলমন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র” এ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল পৌনে ১০ টায় জেলা পুলিশের উদ্যোগে ও কমিউনিটি পুলিশিং ফোরামের সহযোগিতায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে র‍্যালির শুভসূচনা করা হয়। পরে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে কমিউনিটি পুলিশিং এর ওয়ার্ড কমিটি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে। পরে নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মোঃ আতোয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শঙ্কর কুমার কুন্ডু, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরী, স্বাচিপের জেলা সভাপতি ডা. গোলাম রাব্বানী, , জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এ এম ফজল ই খুদা ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top