All Menu

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ফাহমিনার মৃত্যু

মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ফাহমিনা বেগম (৫৫) অবশেষে মারা গেলেন। সোমবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ফাহমিনা বেগম হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেল বস্তির জিয়ানগর মহল্লার মৃত তবজুল হকের ২য় স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এ. কে. এম আলমগীর জাহান। ওসি বলেন, গত ২২ অক্টোবর শনিবার রাত ৯টার দিকে রেল-বস্তির জিয়ানগর এলাকার মৃত তবজুল হকের বাড়িতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন ফাহমিনা বেগম ও তার সৎ ছেলে শহিদুল। গুরুতর আহত অবস্থায় শহিদ ও তার সৎ মাকে হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় রাতেই ৩ জনের নামসহ অজ্ঞাত আরও ২/৩জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন সদর মডেল থানার এসআই অমিত কুমার পান্ডে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জালাল উদ্দিন জানান, মামলায় আহত ২ জনকে আসামী করা হয়েছিল। তাদের মধ্যে শহিদের সৎ মা সোমবার সন্ধ্যার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং গ্রেফতার এড়াতে শহিদ গোপনে চিকিৎসা নিচ্ছে। তবে তার অবস্থান শনাক্তে পুলিশ কাজ করছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top