All Menu

৬ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ময়মনসিংহ হকার্স মার্কেটের আগুন

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় অবস্থিত হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ভয়াবহ আগুন অবশেষে সাধারণ মানুষের পাশাপাশি ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিস ও ত্রিশাল ফায়ার সার্ভিসসহ মোট ৬টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এর আগে শনিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট। তাদের চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি আগুন নিভে সকাল ১০টার দিকে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ময়মনসিংহের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছেনা। আমারা তদন্ত করে নিশ্চিত হতে পারবো কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান , সকাল পৌনে ৯টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দু’টি দোকানের সব মালামাল পুড়ে গেছে। এছাড়া আশপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top