All Menu

কোটচাঁদপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার একনায়কতন্ত্র, একের পর এক অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, আত্মীয় করনের প্রতিবাদ ও অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সুশীল সমাজর ও এলাকাবাসীর ব্যানারে হাসপাতাল চত্বরে এ মানববন্ধন হয়। এ সময় উপস্থিত থেকে এতে বক্তব্য দেন কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডল, জেলা জাসদের সাধারণ সম্পাদক শামীম আক্তার বাবু, কোটচাঁদপুর উপজেলার সিনিয়র সাংবাদিক কামাল হাওলাদার, উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা শেখ শাহিন, মসজিদের মুসল্লি ঠান্ডু রহমান, শফিক উদ্দিন ও স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিত্ব আবদুর রশিদ। এ সময় মানববন্ধনে অংশ গ্রহণ করেন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা সহ একাত্মতা ঘোষণা করেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুর রশিদ হাসপাতাল চত্বরের পুরানো মসজিদ বিক্রি করে দিয়েছেন। সেই সঙ্গে মসজিদের ফ্যান, এসি, গ্রিল, দরজা-জানালা, কাঠ, লোহা, প্লেনসীট, রোগীদের সাইট টুল, খাট, হিটার মেশিন, ট্রলি ও চেয়ারসহ অন্যান্য সামগ্রী পছন্দের মানুষের কাছে বিক্রি করেছেন। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে উপস্থিত বক্তারা আরো বলেন, এ কর্মকর্তা এ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর একের পর অনিয়ম ও দুর্নীতি করে চলেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top