জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিরামপুরে সেভেন রিং সিমেন্টের ডিলার মেসার্স লিমন এন্টারপ্রাইজের উদ্যোগে শুভ হালখাতা ও পার্টনার মিট সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে মেসার্স আলিফ ট্রেডিং এর স্বত্বাধিকারী আলহাজ্ব মিয়া শফিকুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেভেন রিং সিমেন্টের টি.এস.ও সুজাউদ্দীন সুজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেভেন রিং সিমেন্টের ডিজিএম ডি.জি.এম জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন সেভেন রিং সিমেন্টের আর.এস.এম শাহাদৎ হোসেন। মেসার্স লিমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিয়া মো: শামীম আলম লিমনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মাসুম ট্রেডার্সের নাজিম উদ্দীন, যমুনা ট্রেডার্সের আ: আজিজ, খন্দকার ট্রেডার্সের খন্দকার জাকির হোসেন, সাহা ট্রেডার্সের রাম কৃষ্ণ সাহা। অনুষ্ঠানে সেভেন রিং সিমেন্টের পক্ষ থেকে উপস্থিত সকলকে উপহার প্রদান করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।