ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে নোয়াখালীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার জেলা প্রানীসম্পদ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয়ে সড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। জেলা প্রানীসম্পদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী রফিকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ গৌতম চন্দ্র দাস, সুবর্ণচর উপজেলার কর্মকর্তা ফখরুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলা কর্মকর্তা ফারুক রিজভী তালুকদার, নোয়াখালী পোলটি খামার এসোসিয়েশনের উপদেষ্টা খামারি জাকির হোসেন ও সেনবাগের এমএএলও রসূল আহম্মেদ প্রমুখ। প্রধান অতিথি সহ বক্তারা ‘প্রতিদিন একটি ডিম ও পুষ্টিময় সারাদিন’ এ স্লোগানের উপর গুরুত্ব দেন। জানা যায়, নোয়াখালীতে প্রতিদিন ২০লক্ষ ডিম উৎপাদন ও বছরে ৯০ কোটি ডিম উৎপাদন হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।