All Menu

পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী সাবেক সেনা সদস্য নিহত

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তমিজুল ইসলাম (৫৯) নামে এক সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সন্ধায় পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চাওয়ায় সেতু এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত তমিজুল তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর প্রধানগছ গ্রামের বজলার রহমানের ছেলে। তিনি একজন সাবেক সেনা সদস্য ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তমিজুল নিজ বাড়ি ভজনপুর এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয় পঞ্চগড়ের উদ্দেশ্যে। একসময় চাওয়ায় সেতু এলাকায় পৌছালে মুক্ত অঞ্চল নামক স্থানে মহাসড়কে একটি ছাগল দৌড় দেয়। এসময় ছাগলের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গুরুত্বর আহত হয় তমিজুল। স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মির্জা সাইদুল ফয়সাল তাকে মৃত ঘোষণা করেন। একই সময় আঘাত পেয়ে মারা গেছে ছাগলটিও। তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ছাগলের সাথে সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top