মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ করে এসলাম আলী (৬৫) নামে এক কৃষককে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। ঘটনাটি বুধবার দুপুরে ঘটলেও বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। আহত কৃষক উপজেলার তারাপুর মুন্নাপাড়া গ্রামের মৃত এরফান আলীর ছেলে। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নির্যাতনের শিকার এসলাম আলী জানান, উপজেলার মাসুদপুর সীমান্তে বাংলাদেশী ভূখন্ডের দশবিঘি এলাকায় নিজের জমিতে পাট কাটতে গেলে ভারতের সোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ করে রাইফেলের বাট দিয়ে মাথায় ও হাতে আঘাত করতে থাকে। নির্যাতনের পর আহতের পরিবার গুরুতর জখম অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে হস্তান্তরের সুপারিশ করেন। পরে আহত ব্যক্তিকে তার স্বজনরা ওই দিনই রাতে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। মনাকষা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম জানান, বিএসএফ প্রায়ই বাংলাদেশে ঢুকে কৃষকদের নির্যাতন করছে। তারই ধারাবাহিকতায় কৃষক এসলামকে নির্যাতন করে। একজন বৃদ্ধ মানুষকে অন্যায়ভাবে মেরে দুই হাত ভেঙে দিয়েছে। বিষয়টি অত্যন্ত দু:খজনক। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সীমান্তে বৃদ্ধকে নির্যাতনের বিষয়টি লোকমুখে শুনেছেন। বিজিবি সদস্যরা ব্যবস্থা নেবে। এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুরুজ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পরপরই আহত ব্যক্তির পরিবারের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিজিবির পক্ষ থেকে আহত ব্যক্তির ছেলেকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কড়া প্রতিবাদ জানানো হয়েছে বিএসএফের কাছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে টহল জোরদার। ঘটনার ব্যাখ্যা চেয়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।