মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার জেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২২ইং উপলক্ষে কমলগঞ্জ উপজেলা‘র ৭নং ওয়ার্ড ও দেশবাসীসহ সকলের সহযোগিতা দোয়া ও সমর্থন প্রার্থনা করলেন ৬নং আলীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছলিম বাড়ীর কৃতি সন্তান উদীয়মান তরুণ মোঃ তোফায়েল করিম চৌধুরী ( রুমেল)। তিনি এক প্রতিক্রিয়ায় জানান, জেলা পরিষদ সাধারণ নির্বাচনে সংরক্ষিত আসনের সদস্য ও সদস্য পদে কমলগঞ্জ উপজেলার ৭নং ওয়ার্ডের জনগণের মনোনীত ও ইউনিয়ন-বাসীর সমর্থিত একজন প্রার্থী হিসাবে জেলা প্রশাসক মৌলভীবাজার ও রিটার্নিং অফিসার এর কাছ থেকে “অটো রিকসা” প্রতীক বরাদ্ধ পেয়েছি। উপজেলার ৭নং ওয়ার্ডের সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান, ইউপি সদস্য,সমর্থক ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে এতে বিপুল সাড়াও পাচ্ছি। তিনি বলেন- আগামী ১৭ অক্টোবর নির্বাচন। ভোট একদিন, সম্পর্ক চিরদিন। প্রবীণদের ভিড়ে নবীনদেরও জনগণের সেবা করার সুযোগ দিন। ‘‘দীর্ঘ দিন আমি ও আমাদের পরিবার মানুষের কল্যাণে কাজ করেছি। মানুষকে ভালবাসি তাদের সুখ দুঃখে পাশে থাকি, এটাই আমার ও পরিবারের লোকজনদের বড় যোগ্যতা। ‘‘আমি নির্বাচিত হলে দল মতের ঊর্ধ্বে থেকে এ উপজেলার মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাব। ডিজিটাল কমলগঞ্জ উপহার দিব। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সকলের সহযোগিতা ও অনুপ্রেরণা প্রত্যাশা কামনা করি। তিনি আরো জানান- চাচা মরহুম ইলিয়াছ চৌধুরী ছিলেন কমলগঞ্জ-শ্রীমঙ্গল আওয়ামী লীগ এর নৌকা মনোনীত একাধিকবার নির্বাচিত এমপি। আমার বাবা মরহুম মোঃ তাজুল ইসলাম চৌধুরী (তাব আলী) ৬নং আলীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৫ বারের সফল মেম্বার। দাদা মরহুম আব্দুল করিম চৌধুরী তিনিও ছিলেন সফল মেম্বার। বড় ভাই মোঃ তোফাজ্জুল করিম চৌধুরী (শ্যামল) বর্তমানে দুই বারের মেম্বার। বড় চাচা মরহুম মোঃ আব্দুল হাকিম চৌধুরী ছিলেন- মৌলভীবাজার বি.এ.ডি.সি মেকানিক। মেজো চাচা মোঃ তৌহিদুল ইসলাম চৌধুরী ছিলেন- ঢাকা সি.জি.এ অফিস সুপারিনটেন্ড। উনি তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। চাচা এবং ফুফা মরহুম মোঃ নজির উদ্দিন চৌধুরী (মদু) ৬নং আলীনগর ইউনিয়নের ভূমি দাতা এবং নজরানা শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা। ফুফু জোসনা চৌধুরী হেলথ সেন্টার প্রতিষ্ঠা করে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন। আমি নিজেও বিভিন্ন উন্নয়নমূলক কাজে জড়িত। সেই উন্নয়নের ধারাবাহিকতায় আমাকে আগামী ১৭ অক্টোবর মৌলভীবাজার জেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২২ইং, ৭নং ওয়ার্ডের জনগণের মনোনীত ও ইউনিয়ন-বাসীর সমর্থিত প্রার্থী হিসাবে “অটো রিকসা” প্রতীকে ভোট, দোয়া ও সমর্থন কামনা করি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।