ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড় জেলা প্রশাসকের অফিসিয়াল সরকারি নাম্বার ক্লোন করে অবৈধ সুযোগ সুবিধা পাইয়ে দেয়ার কথা বলে টাকা চেয়ে প্রতারণা করার চেষ্টার অভিযোগ উঠেছে।
শনিবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম। এর আগে সকাল থেকে জেলা প্রশাসকের নাম্বার ক্লোন করে জেলার ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ফোন দিয়ে প্রতারণা চেষ্টা শুরু করে প্রতারক চক্রটি।
এ বিষয়ে সবাইকে সচেতন করার পাশাপাশি ফেসবুক পোষ্ট করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, একটি প্রতারক চক্র প্রশাসনের নাম করে অবৈধ ভাবে টাকা হাতিয়ে নেয়ার জন্য নাম্বারটি ক্লোন করে। জেলা পরিষদ নির্বাচনের নাম করে ও অবৈধ ভাবে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেয়ার জন্য টাকা দাবি করেন চক্রটি। তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদর-ই খুদা মিলনসহ বেশ কয়েকজনকে চক্রটি ফোন দিলে তারা বুঝতে পেরে আমাদের অবহিত করে। সাথে সাথে সবাইকে প্রতারক চক্রের বিষয়ে সচেতন করতে ফেসবুকে পোষ্টসহ আর্থিক ভাবে লেনদেন না করতে সবাইকে সচেতন করা হয়েছে। এর পরেও আর্থিক ভাবে কোন লেনদেন করলে এ বিষয়ে প্রশাসন দায়ী থাকবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।