All Menu

বিরামপুরে ট্রেনের ধাক্কায় ব্যক্তি নিহত

প্রতিকি চিত্র।

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মমতাজ হোসেন (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিরামপুর পৌর শহরের বেগমপুর মোড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ হোসেন (৪৭) বিরামপুর পৌর শহরের বেগমপুর গ্রামের মৃতঃ নজির উদ্দিন ছেলে। পরিবারের বরাতদিয়ে পার্বতীপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই ) দেওয়ান জিয়া বলেন, নিহত মমতাজ হোসেন দীর্ঘদিন ধরে ইডিমাল কিডনি রোগে ভুগছিলেন। সকালে বাড়ির অদূরে একাই ঘুরতে গিয়ে রেললাইনের ওপর বসে ছিলেন। এসময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়তে নিহত হয়। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top