জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা: শ্যামল কুমার রায়, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, সহকারী প্রোগ্রামার (আইসিটি) পাপিয়া নাছরীন, ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ ও সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।