All Menu

অধ্যাপক প্রশান্ত কুমার সাহা আর নেই

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার সাহা (৫২) আর নেই। তিনি মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মরহুমের শিবগঞ্জ পৌরসভার এলাকার নিজ বাসভবনে পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন (প্রায় ৫ বছর) ধরে মরণ-ব্যাধি লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি ১৯৯৮ সাল থেকে জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজে সহকারী অধ্যাপক হিসাবে চাকুরীরত ছিলেন। অধ্যাপক প্রশান্ত কুমার সাহা একজন সহজ-সরল ও মিষ্টভাষী মানুষ এবং শিক্ষার্থীদের একজন প্রিয় শিক্ষক ছিলেন। ছাত্র অবস্থা থেকেই তিনি বিভিন্ন আর্ত-মানবতা ও সামাজিক কাজের সাথে জড়িত ছিলেন। অধ্যাপক প্রশান্ত কুমার সাহা’র মৃত্যুতে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top