All Menu

শপথ গ্রহণ করলেন নবনির্বাচিত ঝিনাইদহ পৌরসভার মেয়র সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরদের শপথ গ্রহণ করেছেন। রবিবার (২অক্টোবর) সকাল ১০ টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। ঝিনাইদহ পৌরসভার নবনির্বাচিত মেয়র কাইয়ৃম শাহরিয়ার জাহেদী হিজল, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর, ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী (এনডিসি)। শপথ অনুষ্ঠান উপস্থাপনা করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক। শপথ অনুষ্ঠান শেষে নবনির্বাচিতদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রায় ১১ বছর পর ঝিনাইদহ পৌরসভা নতুন পরিষদ পেলো। এ সময় খুলনা জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও ঝিনাইদহ সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। গত ১১ সেপ্টেম্বর ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল খালেককে পরাজিত করে মেয়র নির্বাচিত হন কাইয়ুম শহরিয়ার জাহেদী হিজল। তিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে ২৫ হাজার ৭’শ ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া কমিশনার নির্বাচিত হন ১ নং ওয়ার্ডে টিপু সুলতান, ২ নং ওয়ার্ডে মোঃ আবু বক্কার, ৩ নং ওয়ার্ডে আলাউদ্দীন জোয়ারদার লাড্ডু, ৪ নং ওয়ার্ডে শামসিল আরেফিন কায়সার, ৫ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম মধু, ৬ নং ওয়ার্ডে লিয়াকত হোসেন, ৭ নং ওয়ার্ডে মহিউদ্দীন, ৮ নং ওয়ার্ডে সাদেক আলী ও ৯ নং ওয়ার্ডে রেজাউল করিম রেজা। এছাড়া মহিলা কাউন্সিলর পদে সাবেক কাউন্সিলর ফারহানা রেজা আনজু, বুলবুলি বেগম ও সুফিয়া বেগম নির্বাচিত হন। শপথ গ্রহণ শেষে পৌরবাসীর পৌরসেবক হিসেবে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর গন তাদের দায়িত্ব গ্রহণ করবেন এবং পৌরবাসীর সকল সমস্যা সমাধানে নিজেদের কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনা করবেন। উল্লেখ্য মামলা জটিলতায় ঝিনাইদহ পৌরসভার ভোট প্রায় ১১ বছর বন্ধ থাকার পর নির্বাচন কমিশন তফসীল ঘোষণা এবং গত ১৫ জুন নির্বাচনের তারিখ ধার্য করে। কিন্তু নৌকা সমর্থকদের হামলা ও ভয়ভীতির কারণে ১২ জুন নৌকার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। আদালতের মাধ্যমে আবারো নৌকার প্রার্থিতা ফিরে পান আব্দুল খালেক। অবশেষে গত ১১ সেপ্টেম্বর পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top