All Menu

মৌলভীবাজারে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির মানববন্ধন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে ৫দফা দাবীতে “বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি” মানববন্ধন পালন করেছে। শনিবার (১ অক্টোবর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি, জেলা শাখার সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মজিদ এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সেক্রেটারি মোঃ সজল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুনিব ইমন, মোঃ জাকির হোসেন ও মোঃ মুহিবুর রহমান প্রমুখ। বক্তারা দাবী তুলে বলেন- অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা, অ্যাম্বুলেন্স আয়কর মুক্ত, বাণিজ্যিক রেজিস্ট্রেশন, দেশের সকল রাস্তা, সেতু ও ফেরিতে প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন, এ্যাম্বুলেন্সে ৮সিটের অনুমোদন ও সকল হাসপাতালে পার্কিং সুবিধা ব্যবস্থার দাবী-বাস্তবায়নের দাবী জানান। মানববন্ধনে অ্যাম্বুলেন্স মালিক ও চালকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top