All Menu

মৌলভীবাজার ১০০৬ টি পূজা মণ্ডপে ৪০৮২২ জন আনসার ভিডিপি মোতায়েন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার জেলার বিভিন্ন মণ্ডপে শনিবার (১ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পাশাপাশি পূজা মণ্ডপ সমুহে আইন শৃঙ্খলা রক্ষার্থে মৌলভীবাজারে ১০০৬ টি পূজা মণ্ডপে ৪০৮২২ জন আনসার ভিডিপি পুরুষ ও মহিলা মোতায়েন করা হয়েছে। পূজা উৎসব নিরাপদে সম্পন্ন করার লক্ষে গত ৩০ আগস্ট বিকালে মৌলভীবাজার জেলা আনসার ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট সেফাউল হোসেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলগঞ্জ থানা উপজেলায় মোতায়েনকৃত সদস্য সদস্যাদের ডিউটি সম্পর্কে ব্রিফিং প্রদান করেন। মৌলভীবাজার সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ ফরিদ রহমান ও কুলাউড়া সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার গোলাম দস্তগীর ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কুলাউড়া উপজেলায় মোতায়েন কৃত সদস্য সদস্যাদের আইন শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্রদান করেন। বাকী ৫ টি উপজেলায় সংশ্লিষ্ট সকল উপজেলা কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা-গন ব্রিফিং প্রদান করেন। যাতে করে পূজা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়। উল্লেখ্য- জেলার বিভিন্ন মণ্ডপে শনিবার (১ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব। পূজামণ্ডপ সাজ-সজ্জায় ব্যতিক্রমী আয়োজনে শহরের সৈয়ারপুরের ত্রিনয়নী মণ্ডপে বুর্জ খলিফার আদলে ১২০ ফুট উচ্চ নান্দনিক বাঁশ ও কাপড়ের তৈরি টাওয়ার, ব্যতিক্রমী সাজ-সজ্জা করেছে মহেশ্বরী ও আবাহন। এছাড়াও রাজনগরের পাঁচগাঁওয়ে লাল রং এর প্রতিমা ও কুলাউড়ার কাদিপুরে হাজার হাতের প্রতিমা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top