ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ এর ২৪তম শুভ জন্মদিন পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। “২৪ এ চ্যানেল আই-আসছে ২৫” শ্লোগানে এবছর মহা-আড়ম্বরে পালন করা হয় জন্মদিন। জন্মদিন উপলক্ষে ১ অক্টোবর শনিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে ‘আমার চ্যানেল আই দর্শক ফোরাম’ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। ‘চ্যানেল আই’ এর ২৪তম জন্মদিনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি হিসেবে অতিথিদের নিয়ে জন্মদিনের কেক কাটেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমদ শিমুল। স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই’র জেলা প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু। অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এ কে আলমগীর জাহান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, সাধারণ সম্পাদক ও ‘দৈনিক চাঁপাই চিত্র’র সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক মোহা: জোনাব আলী, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা। উপস্থাপিকা রাশিদা নসিব শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কবি এনামুল হক তুফান। বক্তব্য রাখেন, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোস্তাক হোসেন, ফারুকা বেগম, রাইহানুল ইসলাম লুনা, আমার চ্যানেল আই দর্শক ফোরামের সদস্য আলহাজ¦ শামসুল হক, আলহাজ আব্দুল আওয়ালসহ অন্যরা। অনুষ্ঠানের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ এ কে আলমগীর জাহান, জেলা স্বাধীন প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাব, জেলার আম ও অন্যান্য ফলের পরিচর্যায় ‘ফুট প্রটেক্টিং পেপার ব্যাগ’ উৎপাদনকারী একমাত্র প্রতিষ্ঠান “চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান। অনুষ্ঠানে জেলার বিশিষ্ট-জনেরা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বক্তারা চ্যানেল আই’র উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ স্যারকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও প্রাথমিক সরকারী বিদ্যালয়ের অব. প্রধান শিক্ষক ফারুকা বেগম। শেষে আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইকবাল মনোয়ার খান চান্না’র শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।