All Menu

নওগাঁর পত্নীতলায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ সরকারে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। পত্নীতলা উপজেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়। জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আমিনুল হকের সঞ্চালনায় বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোছা: রুমানা আফরোজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা সমাজ সেবা অফিসার সুলতান আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাহাক আলী, শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, নওগাঁ জেলা সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, সূধীজন প্রমুখ। এসময় অতিথিবৃন্দ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া চেয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। অপরদিকে পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নজিপুর বাস-স্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয় এবং কেক কাটা হয়। বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ লতিফর রহমান শাহ্ ফকির এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা। এতে উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অমূল রতন দাস, অধ্যাপক নূরউদ্দীন, শহীদ চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, ফাতেমা জিন্না ঝর্ন্না, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন চৌধুরী, মাহাবুব আলম চৌধুরী, আবুল কালাম আজাদ অরুন প্রমুখ। এসময় নেত্রীবৃন্দ বলেন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার আছে বলেই দেশের এই অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সকল নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top